Cvoice24.com

জনমনে স্বস্তি না আসা পর্যন্ত সংস্কার চলবে : বান্দরবানে ধর্ম উপদেষ্টা

বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
১৪:১৮, ২০ অক্টোবর ২০২৪
জনমনে স্বস্তি না আসা পর্যন্ত সংস্কার চলবে : বান্দরবানে ধর্ম উপদেষ্টা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এমন জায়গায় মডেল মসজিদ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘পাহাড়ি-বাঙালি যাতে সহাবস্থানে থাকতে পারে সে লক্ষ্যে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়।’

রবিবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান শহরের জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবন নির্মাণের জায়গা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন সেক্টরে সংস্কারের কাজ চলছে এবং মানুষের মাঝে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত এ সংস্কার কাজ চলমান থাকবে।’

এর আগে উপদেষ্টা বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও রেইছা এলাকায় মডেল মসজিদ ও কমপ্লেক্সের জায়গা পরিদর্শন করেন। 

এ সময় তার সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শনিবার (১৯ অক্টোরব) সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা বান্দরবান সফরে আসেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।