লামায় অগ্নিসংযোগকারীদের ছাড় নেই : পাবর্ত্য উপদেষ্টা সুপ্রদীপ
সিভয়েস২৪ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ত্রিপুরা সম্প্রদায়ের বসতবাড়িতে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শনের পরে ত্রিপুরা সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্পষ্টভাবে একথা জানিয়ে দেন।
অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা জন্য পার্বত্য মন্ত্রণালয়, জেলা ও স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছেন।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের প্রত্যেককে জেলা পরিষদের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন, ২৫ কেজি চাল, দুটি করে কম্বল বিতরণ করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
ঘটনাস্থল পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রূপায়ণ দেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্বত্য উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বান্দরবানের লামা উপজেলার পূর্ব-বেতছড়া পাড়ায় ত্রিপুরা পল্লীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৬ ঘরবাড়ি পুড়ে যায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইব্রাহিম, স্টিফেন ত্রিপুরা, মসৈনিয়া ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পাহাড় সব খবর