বান্দরবানে নারীর পেট-পিঠ চিড়ে বেরিয়ে গেছে গুলি
সিভয়েস২৪ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সবজি ক্ষেতে যাওয়ার পথে এক নারীর পেট-পিঠ চিড়ে বেরিয়ে গেছে গুলি। গুলিবিদ্ধ ওই নারীর নাম উমেপ্রু মারমা। তবে কে বা কারা গুলি ছুড়েছে এখনো তা জানা যায়নি। ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
সোমবার সকালে উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিমাগ্রি পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ উমেপ্রু মারমার ভাই ক্যসিং নু মারমা সাংবাদিকদের জানিয়েছেন।
গুলিবিদ্ধ হিমাগ্রি পাড়ার বাসিন্দা।
তার ভাই ক্যসিং নু মারমা সাংবাদিকদের বলেন, সকালে বাড়ির পাশে একটি ক্ষেতে সবজি সংগ্রহ করতে যাওয়ার সময় হঠাৎ করে একটা গুলি এসে লাগে। গুলি লাগার সঙ্গে সঙ্গে দিদি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাড়াবাসীরা দেখতে পেয়ে তাকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। গুলি পেটের সামনে লেগে পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। দিদির জ্ঞান না ফেরা পর্যন্ত কে বা কারা গুলি চালিয়েছে বিস্তারিত জানা যাবে না।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দিলীপ চৌধুরী বলেন, ওই নারীর পেটের বাম পাশে সামনের অংশে গুলি লেগে পেছন দিক থেকে বেরিয়ে গেছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় যে কোন সময় অঘটন ঘটতে পারে। তার জরুরিভাবে পেটে অপারেশন প্রয়োজন। যার কারণে রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রোয়াংছড়ি থানা ওসি শুভ্র মুকুল চৌধুরী বলেন, এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের ওই প্রতিনিধি এসে পৌঁছলে বিস্তারিত জানা যাবে।
পাহাড় সব খবর