Cvoice24.com

পাহাড়তলীতে ম্যানেজার খুনের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:০৫, ২৪ এপ্রিল ২০১৮
পাহাড়তলীতে ম্যানেজার খুনের ঘটনায় গ্রেফতার ৩

ডবলমুরিং থানা পুলিশের হাতে গ্রেফতার ম্যানেজার খুনের ঘটনার ৩ আসামি। ছবি: সিভয়েস

নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের রানা এন্টারপ্রাইজের ম্যানেজার মাসুদ রানাকে এলোপাথারি ছুরিকাঘাতে খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরী বন্দুক, ৭টি কাতুর্র্জ উদ্ধার করা হয়। ২৩ এপ্রিল বিকেলে হালিশহরের রূপসা বেকারী এলাকা থেকে তাদের গ্রেফতার করার পর আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ডবলমুরিং থানার একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মনসুর আহাম্মদ প্রকাশ মনসুর আলী (৩৮) নগরীর পাহাড়তলীর দুলালাবাদ এলাকার আব্দুল মালেক দারোয়ানের বাড়ি মৃত জমির আহাম্মদের ছেলে এবং তার স্ত্রী কোহিনুর বেগম (২৭) ও মো. বেলাল হোসেন (২৭) ভোলা জেলার দক্ষিণ আইসার মানিক ফেদার বাড়ির মো. রহিজুল ইসলামের ছেলে। এরআগে ঘটনার পর আসামী মো. হেলালকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি মঈনুদ্দীন সেলিম জানান, অপরাধীদের গ্রেফতারের পুলিশি অভিযান পরিচালনা করে প্রথমে ঘটনায় জড়িত থাকার অপরাধে মো. হেলালকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দির তথ্য মতে নগরী থেকে ঘটনায় জড়িত আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলালের জবানবন্দি মতে তিনি জানান, রানা এন্টারপ্রাইজের ম্যানেজার মাসুদ রানাকে অস্ত্র-গুলি দেখিয়ে দোকান হইতে টাকা-পয়সা নিয়া যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভিকটিম মাসুদ রানা দোকানে দস্যুতাকালে বাধা প্রদান করলে আসামিরা ম্যানেজারকে এলোপাথারিভাবে চুরিকাঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। এরপর শোর-চিৎকার শুনিয়া লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত সিএনজি অটোরিক্সাযোগে পালিয়ে যায়। অপরদিকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় হালিশহর থানার অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, ৪ এপ্রিল দোকানের ম্যানেজার মাসুদ রানাকে দুবৃত্তরা এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে পালাইয়া যায়। পরবর্তীতে উক্ত দোকানের ম্যানেজার রানাকে হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর ৫ এপ্রিল ডবলমুরিং থানায় পরিবার মামলা দায়ের করেন।

-সিভয়েস/কেএম

186

সর্বশেষ

পাঠকপ্রিয়