Cvoice24.com

তাসফিয়ার মৃত্যুরহস্য নিয়ে পুলিশের ‘রহস্যজনক’ ভূমিকা

প্রকাশিত: ০৯:০৮, ৮ মে ২০১৮
তাসফিয়ার মৃত্যুরহস্য নিয়ে  পুলিশের ‘রহস্যজনক’ ভূমিকা

ছবি : সিভয়েস

বহুল আলোচিত তাসফিয়া’র মৃত্যুরহস্য নিয়ে খোদ পুলিশই রহস্যজনক ভূমিকায় এখন। সিএমপির পক্ষ থেকে জানানো হয় গত রবিবার (৬ মে) বিকালে এ বিষয়ে মিডিয়াকে বিস্তারিত জানানো হবে। কিন্তু বিষয়টি আলোচিত ও স্পর্শকাতর হওয়ার কারণে আরও কিছুটা সময় নিতে চায় পুলিশ। এ জন্য আগামী বুধবার (৯ মে) বিষয়টি নিয়ে মিডিয়াকে ব্রিফিং করা হবে বলে সিএমপির এক উর্ধ্বতন কর্মকর্তা জানান।  

এদিকে আদালত টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে ঘটনায় অভিযুক্ত তাসফিয়ার প্রেমিক আদনানকে। ১০ দিনের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের প্রতিবেদন লিখিত আকারে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে তাসফিয়ার ভিসেরা রিপোর্ট অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকায়, যা পাওয়া যাবে আগামী বুধবার (৯ মে) । 

ভিসেরা রিপোর্ট কি আগামী বুধবার (৯ মে) আসবে, নাকি আদালতের নির্দেশনা অনুযায়ী আদনানকে জিজ্ঞাসাবাদের লিখিত প্রতিবেদন ১০ দিনের মধ্যে জমা দেয়ার আগেই রহস্য উন্মোচন যুক্তিযুক্ত হবে? এ দুই বিষয় নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। এতে অনেকটাই স্পষ্ট, অনিশ্চয়তার মধ্য দিয়েই চলছে তাসফিয়ার মৃত্যুরহস্য উন্মোচনের কাজ। তাই আলোচিত এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন, তবে কি তাসফিয়ার মৃত্যুরহস্য নিয়ে খোদ পুলিশই  রহস্যজনক ভূমিকায়?  

পুলিশের ধারণা প্রেমের অভিমানে তাসফিয়া আত্মহত্যা করতে পারে। সে জন্য রক্তে বিষক্রিয়া আছে কিনা সেটিও দেখা হচ্ছে। অপরদিকে তাসফিয়ার মৃত্যু নিয়ে নগরীর পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের হওয়ায় এটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে এগুচ্ছে পুলিশ।

সোমবার (৭ মে) সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মো. জাহেদুল ইসলাম সিভয়েসকে বলেন, তাসফিয়া আত্মহত্যা করেছে কিনা সেটি দেখার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাসফিয়ার মৃত্যুর সব ধরনের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। কোন বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকলে সেটিও জানা যাবে। তিনি বলেন, এই মামলার অনেক অগ্রগতি আছে। আমরা সব একসাথে আপনাদের কাছে তুলে ধরবো। এর জন্য আরো দু-একদিন সময় লাগতে পারে।   

জিইসি মোড় থেকে পতেঙ্গা কিভাবে পৌঁছালো সে রহস্য জানার জন্য ইতোমধ্যে তাসফিয়াকে বহনকারী সিএনজি অটো রিক্সাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপরদিকে তাসফিয়া হত্যা মামলার কয়েক আসামিকেও আটক করেছে পুলিশ।  

উল্লেখ্য স্কুলছাত্রী তাসফিয়া আমিন (১৬) হত্যাকাণ্ডের ঘটনায়তার বাবা মোহাম্মদ আমিনের করা মামলায় ঘটনায় অভিযুক্ত আদনান মির্জাকে গত বৃহস্পতিবার (৩ মে) কারাগারে প্রেরণ করা হয়। পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ এর ভারপ্রাপ্ত শিশু বিষয়ক আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন। মামলায় অন্য আসামিরা হলো সোহাইল (১৬), শওকত মির্জা (১৬), আসিফ মিজান (২৩), ইমতিয়াজ সুলতান (২৪), ফিরোজ (৩০)।  

এর আগে বুধবার (২ মে) সকালে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সানশাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। 

-সিভয়েস/এইচআর/এমইউ

174

সর্বশেষ

পাঠকপ্রিয়