Cvoice24.com

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং শুরু

প্রকাশিত: ০৫:৫৭, ৯ মে ২০১৮
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং শুরু

জেলা প্রশাসনের পক্ষ থেকে রেয়াজউদ্দিন বাজারে বাজার মনিটরিং করা হচ্ছে

আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয়সহ প্রতিটি পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে। আজ বুধবার (৯ মে) নগরীর বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। সকাল ১০টা থেকে এ মোবাইল কোর্ট শুরু হয়েছে। 

জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে রেয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান পরিচালনা করছেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী, আগ্রাবাদ চৌমুহনীতে আছেন ম্যাজিস্ট্রেট খোশনুর রুবাইয়াত, ২নং গেইট কর্ণফুলী মার্কেটে ম্যাজিস্ট্রেট নওশের আলম, চকবাজারে ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে। মনিটরিংকালে ব্যবসায়ীরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ম্যাজিস্ট্রেটদের আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, নির্ধারিত দামের তালিকা প্রতিটি দোকানে টাঙিয়ে রাখতে হবে। যাতে ক্রেতারা প্রতারিত না হন। প্রতিবছর রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পণ্যের দাম বাড়াতে তৎপর থাকেন। এবার এসব অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। কোন অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।

তিনি জানান, জেলা প্রশাসনের একটি ‘হটলাইন’ রয়েছে। যেকোন মোবাইল ফোন থেকে হটলাইন নম্বর ‘৩৩৩’ এ কল করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশি নিলেই ক্রেতারা অভিযোগ করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জেলা প্রশাসক বলেন, রমজানে অনেক সময় ভেজাল খাদ্য পরিবেশন করা হয়। ফুটপাত দখল করে অনেক হোটেলে ইফতার বিক্রি করে। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এবার ফুটপাতে ইফতার বিক্রি করতে দেওয়া হবে না। ভেজাল খাদ্য পরিবেশন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।

-সিভয়েস/সা.হা

9

সর্বশেষ

পাঠকপ্রিয়