Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

'খাল ও নালায় কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না'

প্রকাশিত: ০৬:০৯, ৯ মে ২০১৮
'খাল ও নালায় কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না'

ছবি: সিভয়েস

বন্দরনগরীতে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বাস্তবায়নাধীন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড খাল ও নালা পরিষ্কারের কাজ করছে।

মঙ্গলবার (৯ মে) নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ড, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ও ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড পরিদর্শন করেন ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক কাজী কাদের নেওয়াজ, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বিদেশে অবস্থান করছেন। বিদেশে থেকেও জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের কাজের খোঁজ-খবর নিচ্ছেন। নালা–খাল পরিদর্শনকালে প্রকল্প পরিচালকের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, দ্রুত পানি নেমে যাওয়ার জন্য খাল ও নালাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখ যাবে না। বর্ষার পর শুরু হবে অবকাঠামো নির্মাণের কাজ। এর মধ্যে খালের দুপাশে রিটেইনিং ওয়াল হবে। একপাশে রাস্তা হবে। নিচু ব্রিজগুলো ভেঙে উঁচু করা হবে। নতুন করে একশ কিলোমিটার ড্রেন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, মো. ইউনুছ, এমএ হান্নান, ওয়ার্ডের কাউন্সিলরগণ সহ আওয়ামী লীগ নেতা এয়াকুব প্রমুখ।

-সিভয়েস/কেএম

9

সর্বশেষ

পাঠকপ্রিয়