Cvoice24.com

কোতোয়ালীতে ইয়াবা বিক্রিকালে ভাই-বোনসহ আটক ৩

প্রকাশিত: ১৩:০২, ২৯ মে ২০১৮
কোতোয়ালীতে ইয়াবা বিক্রিকালে ভাই-বোনসহ আটক ৩

ইয়াবাসহ আটক তিনজন। ছবি: সিভয়েস

নগরীর কোতোয়ালী থানার আশরাফ আলী রোডের পূরবী সিনেমা হলের সামনে থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৯ মে) সকাল সোয়া ৯টার দিকে তাদের আটক করা হয়। তিনজনের মধ্যে দুইজন আপন ভাই বোনও রয়েছে।

আটককৃতরা হলেন, পটিয়ার ধাউরডেঙ্গা গ্রামের মিয়াজান বাড়ির অলি আহম্মদের ছেলে মো. ফয়েজুল আলম (৩৮), রাউজানের নদিমপুর গ্রামের সোনা মিয়া চৌধুরী বাড়ির মো. শরীফের সন্তান মো. সাহাদাৎ হোসেন প্রকাশ খোকন (৩৭), ও রূপনা আক্তার (৩০)। তারা নগরীর আশরাফ আলী রোডের ছায়ানীড় এলাকার ৪ নম্বর ভবনের ৫ম তলায় ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন সিভয়েসকে বলেন, সকালে এসআই মো. হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আশরাফ আলী রোডের ছায়ানীড় নামাক বিল্ডিংয়ের গেইটের সামনে থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ব্যাগ ও ১টি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে।

তিনি আরো বলেন, আসামীরা বিভিন্ন পেশার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আটককালে মো. ফয়েজুল আলম নিজেকে দৈনিক মুক্তদেশ সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দেয়। এছাড়াও আটক নারী রূপনা আক্তারের স্বামী হাসানুল হককে ১ মাস আগে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ হাতেনাতে আটক করে। বর্তমানে সে জেল হাজতে আছে।

-সিভয়েস/এমআইএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়