Cvoice24.com

অর্ধরান্না খাবার সংরক্ষণের দায়ে দস্তগীর হোটেলকে জরিমানা

প্রকাশিত: ১৩:৩৬, ২৯ মে ২০১৮
অর্ধরান্না খাবার সংরক্ষণের দায়ে দস্তগীর হোটেলকে জরিমানা

ছবি: সিভয়েস

নগরীর কোতোয়ালী থানার মোমিন রোডের দস্তগীর হোটেলকে অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে, কাঁচা মাছ-মাং‌সের সঙ্গে অর্ধরান্না খাবার সংরক্ষণ করার দায়ে ৩০ হাজার টাকার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৯ মে) বিকেলে অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়।

এছাড়াও বন্দর থানার সল্টগোলা রেল ক্রসিং এলাকায় অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নোংরা প‌রি‌বে‌শে ইফতার বিক্রি ও তৈরী করার দায়ে ক্যাফে শুক্কুরকে ২০ হাজার, ক্যাফে আল আজমিরকে ১৫ হাজার এবং মূল্যতালিকা না সাটানোর দায়ে হক জেনারেল স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

-সিভয়েস/কেএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়