Cvoice24.com

শান্তি রক্ষা মিশনে আহত ১৮ কর্মকর্তাকে সম্মাননা দিলেন জিওসি

প্রকাশিত: ১৬:১২, ২৯ মে ২০১৮
শান্তি রক্ষা মিশনে আহত ১৮ কর্মকর্তাকে সম্মাননা দিলেন জিওসি

ছবি: সংগৃহীত

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় আহত ১৮ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ মে) জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।  

এতে শান্তিরক্ষী হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে জাতিসংঘের অধীনে বিশ্বে ১০টি বাংলাদেশের প্রায় সাত হাজার শান্তিরক্ষী কাজ করছেন। মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার আরো বলেন, বিশ্বের ৪০টি দেশে শান্তিরক্ষার কাজ করতে গিয়ে আমাদের ১৪৩ জন শান্তিরক্ষীকে প্রাণ দিতে হয়েছে। যুদ্ধাহত শান্তিরক্ষীদের সম্মাননা জানাতে পেরে আমিও গর্বিত।

স্বাগত বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. আবু বক্কর সিদ্দিক খান বলেন, ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ৪০টি দেশে ৫৪টি মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১৮জন শান্তিরক্ষী দায়িত্ব পালনকালে আহত হয়েছেন।

সিভয়েস/এসসি/এসএ/এমইউ
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়