তিন বন্ধুর হানা রাউজানের জনশূন্য ঘরে
রাউজান প্রতিনিধি

ওরা তিন বন্ধু মিলে চুরি করতো জনশূন্য বসতঘরের জিনিসপত্র। ঘরের ছোটখাটো জিনিসপত্র নয়; টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রেসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিভিন্ন জনের কাছে গোপনে বিক্রি করতো। অবশেষে ধরা পড়েছে রাউজান থানা পুলিশের জালে।
সোমবার ভোর রাতে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মো. চৌধুরী বাড়ি আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০) , একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ( ২১) ও নোয়াখালী জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ে বসবাসকারি মো. হাসান (১৯)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, গ্রেপ্তার তিনজন পেশাদার চোর। গত ৩ আগষ্ট নন্দিপাড়াস্থ প্রয়াত শ্যামল ভট্টচার্য্যর বাড়িতে জানালা কেটে প্রবেশ করে চোরের দল। চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ইলা ভট্টচার্য্য বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার চোরের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত আসবাবপত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুুরে গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।