Cvoice24.com

জঙ্গল সলিমপুরে জায়গা পেল নাইট সাফারি পার্ক

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ৯ আগস্ট ২০২২
জঙ্গল সলিমপুরে জায়গা পেল নাইট সাফারি পার্ক

নাইট সাফারি পার্কের জন্য নির্ধারিত স্থান

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত নাইট সাফারি পার্কের জন্য ৫৭.৫০ একর জায়গা নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৮ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম সেখানে লাল পতাকা টাঙিয়ে দেন।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, জঙ্গল  সলিমপুরের শেষ অংশে ও আলীনগর প্রবেশের আগে মাঝামাঝি বরাবর একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। যাতে উভয় অংশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এছাড়া নাইট সাফারি পার্কের জন্য ৫৭.৫০ একর জায়গার সীমানা নির্ধারণ করে লাল পতাকা দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ ছাড়াও ভূমি অফিস, পুলিশ ও  বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়