Cvoice24.com

এবার হালদায় মিললো ১১ কেজি ওজনের মৃত কাতলা 

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০, ১০ আগস্ট ২০২২
এবার হালদায় মিললো ১১ কেজি ওজনের মৃত কাতলা 

হালদা থেকে উদ্ধার হওয়া মৃত কাতলা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) সকালে নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খাল থেকে মাছটি উদ্ধার করা হয়। 

জানা যায়, হালদার নদীর শাখা খালে মাছটি ভাসতে দেখে আইডিএফ কর্মকর্তাকে ফোন দেন স্থানীয়রা। পরে আইডিএফ এর কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও স্বেচ্ছাসেবক প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর ইউএনওকে অবহিত করে মাছটিকে মাটি চাপা দেন। 

বিষয়টি নিশ্চিত করে কামাল সওদাগর বলেন, মাছটির পচন ধরেছে, সেজন্য ইউএনও মহোদয়কে ফোন করে জানানোর পর মাটি চাপা দেয়া হয়েছে।

-সিভয়েস/এইচআর/পিবি

সর্বশেষ

পাঠকপ্রিয়