Cvoice24.com

কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিল যুবক, ট্রেনের হুকে আটকে ১৫ কিমি টেনে-হিঁচড়ে নিয়ে গেল দেহ

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ১১ আগস্ট ২০২২
কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিল যুবক, ট্রেনের হুকে আটকে ১৫ কিমি টেনে-হিঁচড়ে নিয়ে গেল দেহ

নিহত সাইফুল

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে ইয়ার ফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) রাত ৯টায় উপজেলার সিরাজ ভূইয়া রাস্তার মাথা (রহমত নগর) এলাকা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া সাইফুল উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভুলাইপাড়ার মৃত শারাফাতুল্লাহর পুত্র এবং স্থানীয় একটি কারখানার শ্রমিক।

স্থানীয়রা জানান, বুধবার রাতে কারখানা ছুটির পর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনের উপর দিয়ে ধরে হাঁটছিলেন সাইফুল। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যায় তার দেহ। ট্রেনটি টেনে-হিঁচড়ে ১৫ কিলোমিটার দূরে কুমিরা রেলওয়ে স্টেশনে থামলে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। কানে ইয়ারফোন লাগানো থাকায় ট্রেন আসতে দেখে অনেকে চিৎকার করলেও তা শুনতে পাননি সাইফুল।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, কানে ইয়ারফোন লাগিয়ে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আগের দিন মঙ্গলবার রাতে উপজেলার সলিমপুর এলাকায় রেললাইনে বসে গিটার বাজানোর সময় ট্রেনে কাটা পড়ে ওমর ফারুক (২৮) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছিল।

-সিভয়েস/এসকেআর/পিবি

সর্বশেষ

পাঠকপ্রিয়