Cvoice24.com

সাতকানিয়ার চার অবৈধ করাতকল সিলগালা

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২২
সাতকানিয়ার চার অবৈধ করাতকল সিলগালা

সাতকানিয়ায় অভিযান চালিয়ে চারটি অবৈধ করাতকল সিলগালা করে দিয়েছে ভ্রামমাণ আদালত। একই অভিযানে ভোক্তা অধিকার আইনে ৮ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন। 

সিলগালা করা করাতকল চারটি হলো— চরতী ইউনিয়নের তুলাতলী বাজারের নুরুল হাসান সমিল, খাঁন স. মিল, মোহাম্মদ হোসেন সমিল এবং কাঞ্চনা ইউনিয়নের এম.এন. মহারাজ সমিল। 

সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির জানান, বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ছাড়া চারটি করাতকল সিলগালা করে যন্ত্রপাতি, কাঠ বনবিভাগের রেঞ্জ অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না রাখা, লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৮ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

সর্বশেষ

পাঠকপ্রিয়