Cvoice24.com

গাউসুল আযম মাইজভাণ্ডারীর উরস শরিফ আজ 

ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৬, ২৪ জানুয়ারি ২০২৩
গাউসুল আযম মাইজভাণ্ডারীর উরস শরিফ আজ 

আজ ২৪ জানুয়ারি, মহান ১০ মাঘ। গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৭তম বার্ষিক উরস্ শরিফ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফ মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। ওরশ উপলক্ষে আহমদিয়া মনজিল,গাউছিয়া হক মনজিল,রহমান মনজিলসহ বিভিন্ন মনজিল ব্যপক কর্মসূচি পালন করছে। 

রওজা শরীফ গোসল,গিলাফ চড়ানো, কোরআন খতম,গাউছিয়া খতম,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে মনজিল কর্তৃপক্ষ। 

এদিকে প্রসাশনের পক্ষেও ব্যপক প্রস্তিতিও নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে।  স্ব স্ব মনজিলের প্রধানগণ আখেরী মোনাজাত পরিচালনা করবেন।

সরেজমিনে দেখা যায়, আশেক ভক্তগণ ঢোলবাদ্য বাজনা বাজিয়ে, জিকির আজগার করে,মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে গরু মহিষসহ বিভিন্ন হাদিয়া নিয়ে দরবারে আসছে। ইতোমধ্য মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ। 

বিশাল এলাকা জুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা। এ লোকজ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করতে আসে। রকমারী খাবার, বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে। মেলায় পোশাক, খেলনা, প্রসাধনী সামগ্রীসহ প্রয়োজনীয় বাঁশ বেত, মাটি- লোহার তৈরী বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তাই এলাকার বউ ঝিয়েরাও এই মেলার অপেক্ষায় থাকে। মেলায় আগমন ঘটে উপজাতিদেরও।

সর্বশেষ

পাঠকপ্রিয়