Cvoice24.com

সাতকানিয়ায় ইটভাটার মাটির জন্য কাটা হচ্ছে পাহাড়

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ২৫ জানুয়ারি ২০২৩
সাতকানিয়ায় ইটভাটার মাটির জন্য কাটা হচ্ছে পাহাড়

চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কাটা মাটি ইটভাটায় এনে ব্যবহারের অপরাধে মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে জরিমান করেছেন ভ্রাম্যামাণ আদালত। 

বুধবার সকালে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি।

দণ্ডিত আব্দুর রহমান ওই এলাকার কেবিএম ইটভাটার মালিক করিমের ব্যবসায়ীক সহযোগী বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দীকি জানান, পাহাড়ের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অপরাধে ওই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই ইটভাটাকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আইনের ব্যতয় ঘটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে তিনটি সিএনজি ও দুই মোটরসাইকেল চালককে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়