Cvoice24.com

মাছের ভেতর জেলি গায়ে মাখা হয় রঙ

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ৪ মার্চ ২০২১
মাছের ভেতর জেলি গায়ে মাখা হয় রঙ

জেলি মিশ্রিত চিংড়ি ও রঙ মিশ্রিত পোয়া মাছ জব্দ।

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ও রঙ মিশ্রিত পোয়া মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কালা বিবির দিঘী মৎস্য আড়ত ও চাতুরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

অভিযানে ১২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি এবং ১৫ কেজি রঙ মিশ্রিত সামুদ্রিক পোয়া মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব রঙ ও জেলি মিশ্রিত ক্ষতিকারক মাছগুলো উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক বলেন, ‘রঙ ও জেলি মিশ্রিত মাছ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিছু অসাধু ব্যবসায়ী মাছে জেলি ও রঙ মিশিয়ে বাজারজাত করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।’

সর্বশেষ

পাঠকপ্রিয়