Cvoice24.com

আনোয়ারায় লকডাউন অমান্য করে অহেতুক ঘোরাঘুরি, জরিমানা

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ৩ জুলাই ২০২১
আনোয়ারায় লকডাউন অমান্য করে অহেতুক ঘোরাঘুরি, জরিমানা

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে লকডাউন অমান্য করে অহেতুক ঘোরাঘুরি, দোকানপাট খোলা রাখা ও মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলায় সাড়ে ১৬ হাজার জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আনোয়ারার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

এসময় উপজেলার সদর ইউনিয়ন, কালাবিবি দিঘীর মোড়, চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার, মালঘর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় টহলদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করে বিনা প্রয়োজনে ঘুরাঘুরিসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা জরিমানা করতে চাইনা। করােনাভাইরাস প্রতিরােধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা প্রতিপালন এবং করােনাভাইরাস মােকাবিলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়