Cvoice24.com

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারানো বাস থেকে লাফিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২১
আনোয়ারায় নিয়ন্ত্রণ হারানো বাস থেকে লাফিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী 

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারানোর পর আত্মরক্ষায় বাস থেকে লাফ দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ২কলেজ শিক্ষার্থী। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

বুধবার (২২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরকার হাট গরুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— পশ্চিম পটিয়ার বড় উঠানের আব্দুল গফুর এর মেয়ে ঝিনু আক্তার (১৮) এবং অন্যজন বাশখালীর চাঁনপুরের ৫নং ওয়ার্ড সওদাগর পাড়ার আবদু শুককুরের মেয়ে সানজিদা আক্তার (১৭)। তারা উভয়ই আনোয়ারা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের (এসএসইএমও) কর্মকর্তা মোহাম্মদ ইমরান সিভয়েসকে বলেন, ‘সকালে দুজন গুরুতর আহত অবস্থায় আনোয়ারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়। একজন এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।’

এ বিষয়ে সানজিদার বড় ভাই সাজ্জাদ হোসেন জানান, সকালে বাশখালী উপজেলার চাঁনপুর থেকে আনোয়ারার দিকে আসা বাসটি উপজেলার সরকার হাট গরুর বাজারের সামনে এসে নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এসময় বাসের চালক যাত্রীদের সতর্ক করলে বাসভর্তি যাত্রীরা যে যার মতো আত্মরক্ষার জন্যে লাফ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার বোন মারাত্বকভাবে আঘাত পায়। তাকে প্রথমে আনোয়ারা উপজেলা হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ না থাকায় অনেক কষ্ট করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে আসলে তারা তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।’

সিভয়েস/আইএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়