Cvoice24.com

আনোয়ারায় দুর্বৃত্তের আগুন পুড়ল ইউনিয়ন পরিষদ

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২১
আনোয়ারায় দুর্বৃত্তের আগুন পুড়ল ইউনিয়ন পরিষদ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে আশেপাশের লোকজনের সহায়তায় প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ইউনিয়ন  পরিষদের ১টি ফটোস্ট্যাট মেশিন, ১টি প্রিন্টার, ২টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ক্যামেরা, ২টি সোলার প্যানেল, সার্ভার লাইন ও মিটার বোর্ড, ৬টি জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরমের বই, ট্রেড লাইসেন্স, ইউনিয়ন পরিষদের প্যাড, আলমারি, ফ্যান, আসবাবপত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে গেছে।

বরুমচড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মামুন বলেন, ভোর রাতে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করতে যাওয়ার সময় পরিষদ থেকে ধোঁয়া বের হতে দেখলে চেয়ারম্যানসহ দায়িত্বরত সবাইকে বিষয়টা জানাই। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আশে। গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের কক্ষে আগুন দিয়ে সাধারণ মানুষের এতো বড় ক্ষতি চায় আমাদের ধারণা নেই। তবে যেভাবে হোক তাদের উপযুক্ত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি ।

বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহদাত হোসেন চৌধুরী বলেন, কিছু কুচক্রী মহল গভীর রাতে আমাদের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিবের কক্ষে আগুন দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ইলেকট্রনিক মেশিন পুড়ে গেছে। দুর্বৃত্তরা যেই হোক তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

সর্বশেষ

পাঠকপ্রিয়