আনোয়ারায় নানার বাড়ির পুকুরে ডু্বে সাতকানিয়ার শিশুর মৃত্যু
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আল হাসনাইন ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ওসখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির বাড়ি সাতকানিয়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গায়। সে ওই এলাকার আবু সৈয়দের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে,শিশুটি মায়ের সঙ্গে নানার বাড়ি ওষখাইনে বেড়াতে যায়। আজ দুপুরে নানার বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলার সময় হঠাৎ করে পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার সিভয়েসকে বলেন, বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পুকুরে ডুবে যাওয়া ওই শিশুটিকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।