আনোয়ারায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের আনোয়ারায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কনভেনশন হল সংলগ্ন পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান বাঁশখালী উপজেলার পুঁইছাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে।
আনোয়ারা থানার কর্তব্যরত অফিসার এএসআই নুরুন্নাহার বলেন, লাবিবা কনভেনশন হলের সামনে বাস মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।