Cvoice24.com

আনোয়ারায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১৮ অক্টোবর ২০২২
আনোয়ারায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

প্রতীকি ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সরকার হাট আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি চালক আহত হয়েছেন। তবে চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

নিহত ওই অটোরিকশা যাত্রীর নাম শাকিলা আক্তার (২৪)। তিনি উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের হাজী বদিউল আলম বাড়ির মোস্তফা কামালের স্ত্রী। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাসান সিভয়েসকে বলেন, ‘সকালে সিএনজি অটোরিকশার সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। ঘটনার পরই পথচারীরা ওই নারীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা বাস ও অটোরিকশাটিকে জব্দ করেছি। বাসের চালক পালিয়েছেন। এছাড়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: