Cvoice24.com

আনোয়ারা শুঁটকি আড়তে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২৩ নভেম্বর ২০২২
আনোয়ারা শুঁটকি আড়তে অগ্নিকাণ্ড,  পুড়ে ছাই ৫ দোকান

চট্টগ্রামের আনোয়ারা সমূদ্র সৈকতের পাশে শুঁটকি আড়তে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি ঘর পুড়ে  প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায় নি।
 

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১১টাই দিকে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন সিভয়েসকে বলেন, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে শুঁটকিপল্লীর ৫টি ঘর পুড়ে যায়। এতে  প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের ষ্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে আমাদের একটি টিম রওনা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিভে যায়।
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়