ভাইয়ের শেষকৃত্য শেষে আরেক ভাইয়ের মৃত্যু
সিভয়েস ডেস্ক

ভাইয়ের চিতায় আগুন দিয়ে ঘরে ফেরা হলো না কাঞ্চন দেবনাথের। চাচতো ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কাঞ্চন দেবনাথ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরের বাকলিয়ায় নতুন ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।
নিহত কাঞ্চন দেবনাথ (৪৬) আনোয়ারার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত ডা. পুলিন বিহারী নাথের ছেলে। তিনি পেশায় চিকিৎসক। কাঞ্চন দেবনাথ পরিবারসহ চট্টগ্রামের চকবাজারে ভাড়া বাসায় থাকেন। চাচতো ভাইয়ের মৃত্যুতে গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামে এসেছিলেন তিনি।
নিহতে বোন মিতালী দেবী জানান, গতকাল আমার চাচাতো ভাই মারা গেছে। আজ বিকালে ভাইয়ের শেষকৃত্য শেষে চকবাজারের বাসার উদ্দেশ্যে রওনা হয় কাঞ্চন। কিছুক্ষণ পর খবর পাই নতুন ব্রিজ এলাকায় এক্সিডেন্টে আমার ভাই মারা গেছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রহিম জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। মোটরসাইকেলে থাকা অন্যজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।