Cvoice24.com

দুর্নীতির অভিযোগ
আনোয়ারায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা 

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৯ সেপ্টেম্বর ২০২৪
আনোয়ারায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা 

দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সালিশ বাণিজ্যের অভিযোগ এনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের পুরুষ ও সংরক্ষিত নারী সদস্যরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

অভিযোগ পত্রে ইউপি সদস্যরা জানান, চলতি মাসের ৫ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের বিশেষ সাধারণ সভায় ইউপি সদস্যরা সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান কলিম উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।

অভিযোগে আরো জানানো হয়, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে চেয়ারম্যান পরিষদে কোনো সভা করেননি। ইতিমধ্যে সরকার এলজিএসপি-৩, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা, টি.আর কাবিখা, কাবিটা, অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচি, এডিপি বরাদ্দসহ বিভিন্ন সময় নানান বরাদ্দ প্রদান করেছেন। কিন্তু চেয়ারম্যান ইউপি সদস্যদের কোন কিছু না জানিয়ে কোন প্রকার সভা না ঘরে এককভাবে সিদ্ধান্ত নিয়ে সরকারের সমুদয় টাকা আত্মসাৎ করেন। অভিযোগে সালিশ বাণিজ্যের মাধ্যমে জনসাধারণের টাকা আত্মসাৎ করার বিষয়ে চেয়ারম্যানের বিরূদ্ধে অভিযোগ করেন ইউপি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. ইশতিয়াক ইমন জানান, ১০ নং হাইলধর ইউনিয়নের সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান কলিম উদ্দিনের ব্যবহৃত নম্বরে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: