Cvoice24.com

আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় পথচারী আহত

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় পথচারী আহত

চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শুয়াইজ শীল (৫০) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাবিবির দীঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শুয়াইজ শীল উপজেলার চাতরী ইউনিয়নের খিলপাড়া গ্রামের শান্তি শীলের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পার হওয়ার সময় চকরিয়া থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা শুয়াইজকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে স্থানীয়রা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত হাসিনা জানান, আহত পথচারীর কান দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে। তাকে চট্টগ্রাম মেডিজেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বিষয়টি জানতে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুর্ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: