Cvoice24.com

আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী নিয়ে কটুক্তি, প্রতিবাদে বিক্ষোভ 

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৮:৫৪, ৪ অক্টোবর ২০২৪
আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী নিয়ে কটুক্তি, প্রতিবাদে বিক্ষোভ 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা‌। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বৈরাগ সেন্টারস্থ কাফকো গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা ভিপি মোজাম্মেল, মোহাম্মদ ফরিদ, হেলাল উদ্দিন আল কাদেরী, হাফেজ মুহাম্মদ হোসেন, রায়হান আহমদ, ইসমাঈল হোসেন, মুক্তার হোসেন, এম আবু সালাম, মাওলানা শাহজাহান চৌধুরী, কফিল উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য, কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড (কাফকো)  এর এক কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘খ্রিষ্টানদের বড়দিন আর তথাকথিত সুন্নীদের ঈদে মিলাদুন্নবী একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ উল্লেখ করে পোস্ট দেন। পোস্টটি দেখে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করে স্থানীয় মুসল্লিরা। পরবর্তীতে ওই কর্মকর্তা পোস্টটি ডিলেট করে এবং লাইভে এসে এ জন্য সকলের কাছে ক্ষমা চান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: