আনোয়ারায় দুই গরু চোর গ্রেপ্তার
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
আগের দিন চুরি ঠেকাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বরাবরে স্মারকলিপি দিয়েছিল ডেইরি ফার্মাস এসোসিয়েশন। তার ২৪ ঘণ্টা না যেতেই দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার। বুধবার (৬ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করেছে থানার আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার দুই চোর হলেন— উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচাইয়া গ্রামের আব্দুর রহিম (৪২) ও বটতলী ইউনিয়নের নূর পাড়ার সুলাইমান সরদারের বাড়ির আবু তালেব প্রকাশ বাইল্লা (৫৫) ।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, ‘গরু চুরির মামলায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
এর আগে গত ৩০ অক্টোবর দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর আবুল কালাম চৌধুরী চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মুহাম্মদ জসিম উদ্দিন ও আব্দুর শুকুরের ৫টি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে স্মারকলিপি দেয় উপজেলার ডেইরি ফার্মাস এসোসিয়েশন।