Cvoice24.com

সাগরপাড়ে কিশোয়ান কর্মকর্তার মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৭:৩৪, ২৯ নভেম্বর ২০২৪
সাগরপাড়ে কিশোয়ান কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের সাগরিকা সাগরপাড় থেকে মোহাম্মদ লোকমান তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ। তবে তিনি কিভাবে মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ। 

মারা যাওয়া লোকমান তালুকদার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমানুল্লাহ পাড়া তালুকদার বাড়ির মনির আহমদ মেম্বারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় কিশোয়ান গ্রুপ অব কোম্পানিজের বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মুসা তালুকদার জানান, লোকমান পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার বেটারিগলিতে থাকতেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বাসা থেকে বের হন। তারপর থেকে নিখোঁজ থাকায় পরিবার থানায় জিডি করে। আর আজ সকালে থানা থেকে ফোন পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি তার বলে শনাক্ত করেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ‘বিষয়টি শুনেছি। তবে তারা শহরে থাকেন, এবং ঘটনাস্থলও শহরে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: