Cvoice24.com

বাঁশখালী পৌরসভার ভোট গ্রহণ চলছে 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৫, ১৬ জানুয়ারি ২০২২
বাঁশখালী পৌরসভার ভোট গ্রহণ চলছে 

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে । 

রোববার (১৬ জানুয়ারি) উপজেলার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন— মো. রায়হান মেহেবুব, আশরাফুল হাসান, মিল্টন বিশ্বস, জিসান বিন মাজেদ, সজীব কান্তি রুদ্র, মোহাম্মদ আতিকুর রহমান, মো. রাজিব হোসেন, মো. আশরাফুল আলম ও মো. মাসুদ রানা।  

নিয়োগ পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচন সংশ্লিষ্ট সকল তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন এবং মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদিকে বাঁশখালী উপজেলার ১ নম্বর ওয়ার্ডের জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯ নম্বর ওয়ার্ডের রংগিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র, এ চার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।  

বাঁশখালী উপজেলার ৯টি ওয়ার্ডে ১১টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ২৬ হাজার ৯৮০ জন। মহিলা কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১০ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নয় ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৩২০ জন পুলিশ, ২ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‌্যাব দায়িত্ব পালন করবেন। প্রতিকেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার-ভিডিপি দায়িত্বে থাকবেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়