Cvoice24.com

বাঁশখালীর মেয়রকে মারধর, ৪ জনের বিরুদ্ধে মামলা

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ১৯ জানুয়ারি ২০২২
বাঁশখালীর মেয়রকে মারধর, ৪ জনের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীকে মারধরের ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী নিজেই বাদী হয়ে বাঁশখালী থানায় মামলাটি করেন। 

মামলায় আসামি করা হয়েছে মো. সিরাজ (৩৭), মো. ইলিয়াস (৩৫), মো. মিনারুল ইসলাম (৩৪) ও মো. দুদু মিয়া (২৮)। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও তিন থেকে চারজনকে।

এরআগে গত ১৮ জানুয়ারি উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির বাসায় ঢুকে ‘তুই এমপির সঙ্গে বেয়াদবি করছিস কেন’—বলেই বেদম মারধর করে বাঁশখালীর মেয়র বীরমুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে মেয়রকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিন জানান, পৌর মেয়র মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীকে অনাধিকার প্রবেশ করে ঘরে ডুকে মারধর, টানাহেঁচড়া ও সম্মানহানি করার অপরাধে ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়