Cvoice24.com

ট্রাকের এয়ার ক্লিনারে করে ইয়াবা পাচার করছিল সাতকানিয়ার ২ যুবক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ১২ মার্চ ২০২২
ট্রাকের এয়ার ক্লিনারে করে ইয়াবা পাচার করছিল সাতকানিয়ার ২ যুবক

ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক সাতকানিয়ার দুই যুবক

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকে করে ইয়াবা পাচারের সময় মো. মুক্তার হোসেন (২২) ও  মো. রাসেল (২২) নামে সাতকানিয়ার দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৭) এর সদস্যরা। 

শুক্রবার (১১ মার্চ) রাতে বাঁশখালীর পাকা রাস্তা নামক স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটক মো. মুক্তার হোসেন সাতকানিয়া উপজেলার কেউচিয়া এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে এবং মো. রাসেল একই উপজেলার দক্ষিণ ডেমশা এলাকার আক্তার হোসেনের ছেলে ।

র‌্যাব জানায়, ট্রাকযোগে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার হতে চট্টগ্রামে আসছে, এমন সংবাদে শুক্রবার রাত ১০:৫০টার দিকে বাঁশখালী পাকা রাস্তার ওপর বিশেষ চেক পোস্টের মাধ্যমে গাড়ি তল্লাশি করে একটি ট্রাক থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের নিচের অংশে এয়ার ক্লিনার বক্সের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ২টি ইট সাদৃশ্য সাদা পলিথিনের ওপর স্কসস্টেপ মোড়ানো ছিল। এসময় ট্রাকটিও জব্দ করা হয়

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আটকরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করার কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: