Cvoice24.com

বাঁশখালীর ১৩ ইউপিতে নির্বাচন বুধবার 

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ১৪ জুন ২০২২
বাঁশখালীর ১৩ ইউপিতে নির্বাচন বুধবার 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৪টির ইউনিয়নের ১৩টিতে ভোটগ্রহণ বুধবার (১৫ জুন)। সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট। প্রথমবারের মতো এ ১৩ ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে সোমবার (১৩ জুন) মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। 

এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নিবার্চন কমিশন। ১৩ ইউনিয়নে এবার চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষে ৮৩৪টি বুথে মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শ ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শ  ৮ জন। 

এর আগে সোমবার (১৩ জুন) উপজেলার ১২৭ ভোট কেন্দ্রে একযোগে 'মক ভোটিং' প্রশিক্ষণ সম্পন্ন করেছে নির্বাচন অফিস। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কার্যালয়ে ইভিএম পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র‌্যাব ও ১৪ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এবারের নির্বাচনে উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন, সাধারণ সদস্য ৫৪৭ জন। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ১৬০ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ৯৭০ জন, পোলিং অফিসার ১ হাজার ৯১৩ জন প্রশিক্ষণ নিয়েছেন। 

বাঁশখালী অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, এবারে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব টহলের পাশাপাশি একজন ওসির নেতৃত্বে ২৬টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাছাড়া ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারিতে রাখা হবে। 
 
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটারদের মাঝে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কোন প্রার্থী প্রভাব বিস্তার করার চেষ্টা করা হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়