Cvoice24.com

বাঁশখালীর ১৩টিসহ চট্টগ্রামে ১৮ ইউপিতে চলছে ভোটগ্রহণ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৭, ১৫ জুন ২০২২
বাঁশখালীর ১৩টিসহ চট্টগ্রামে ১৮ ইউপিতে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রামের বাঁশখালীর ১৩টিসহ ৬ উপজেলার ১৮ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

নির্বাচনে পটিয়া-আনোয়ারা ছাড়া বাকি ১৬ টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। কোন ধরনের বিশৃংখলার চেষ্টা করা হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রস্তুত। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রটগণ নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

এর আগে সোমবার বাঁশখালীর ১২৭ ভোট কেন্দ্রে একযোগে 'মক ভোটিং' প্রশিক্ষণ সম্পন্ন করে নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন কার্যালয়ে ইভিএম পৌঁছে যায় প্রতিটি কেন্দ্রে। 

এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন। মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯৪ জন। তার মধ্যে বাঁশখালীর ১৩টি ইউনিয়নের মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শ ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শ  ৮ জন। উপজেলায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন, সাধারণ সদস্য ৫৪৭ জন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৮৩৪। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১৬০ জন, সহকারী প্রিসাইডিং ৯৭০ জন, পোলিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১ হাজার ৯১৩ জন। 

বাঁশখালী অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র‌্যাব ও ১৪ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একজন ওসির নেতৃত্বে ২৬টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, একটা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়