Cvoice24.com

ইউপি নির্বাচন/
বাঁশখালীতে নৌকা ৭ বিদ্রোহী ৩ স্বতন্ত্র ৩

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৭, ১৬ জুন ২০২২
বাঁশখালীতে নৌকা ৭ বিদ্রোহী ৩ স্বতন্ত্র ৩

নবম ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। তারপরও ঘটে যাওয়া বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে নির্বাচন অনেকটা সুষ্ঠু হয়েছে বলা যায়।

বুধবার (১৫ জুন) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা। 

এতে উপজেলায় ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত নৌকা ৭টিতে বিজয়ী হয়েছে। বাকী ৬টির ৩টি বিদ্রোহী ও ৩টি স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

নির্বাচিতরা হলেন— পুকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আসহাব উদ্দীন (৬০২৫ ভোট), সাধনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী  খন্দকার মোহাম্মদ সালাহউদ্দীন কামাল (৬২০১ ভোট) , 
খানখানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত  মো. জসীম উদ্দীন হায়দার (৪৪৪৬ ভোট), বাহারচড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত অধ্যাপক তাজুল ইসলাম (৭৪৯৮ ভোট), 
কালীপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আ.ন.ম শাহাদত আলম (৫৫৫৫ ভোট), বৈলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. কপিল উদ্দিন  (৪১৪১ ভোট), 
কাথরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব ইবনে আমিন (৫৪৪২ ভোট), সরল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত রশিদ আহমদ চৌধুরী (১৪৬৭৪ ভোট), শীলকূপ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত কায়েস সরওয়ার সুমন (৪১১০), গন্ডামারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ লেয়াকত আলী (৭১১৫ ভোট) , শেখেরখীল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোর্শেদ চশমা পেয়েছেন (৩৭২৯ ভোট), ছনুয়া ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী মো. এম হারুনুর রশিদ (৬২৪৭ ভোট) ও পুঁইছুড়ি ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী তারেকুর রহমান (৬২৯৪ ভোট)  বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল  আলম এ ফলাফল নিশ্চিত করেন। 

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে। 

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম  জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইউনিয়ন কেন্দ্রে ফলাফল ঘোষণার কেন্দ্রের বাইরে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করে। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়