Cvoice24.com

চাম্বলে জিতলেন মুজিবুল হক চৌধুরী

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ১২ অক্টোবর ২০২২
চাম্বলে জিতলেন মুজিবুল হক চৌধুরী

বাঁশখালী চাম্বল ইউপি নির্বাচনে বিজয়ী নতুন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

নবম ধাপে বন্ধ হয়ে যাওয়া আলোচিত-সমালোচিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবশেষে  ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ১৫ হাজার ৩ শ ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুজিবুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফজলুল কাদের আনরস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬ শ ৬৭ ভোট।

বুধবার (১২ অক্টোবর ) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ  ওসি মো. কামাল উদ্দিন বলেন, বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচনকে ঘিরে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ছিল। নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশ প্রত্যেকটি কেন্দ্রে নজরদারি ছিল।

নির্বাচনে দায়িত্বরত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মুবিন সুমন বলেন, কোন প্রকার সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলাম। প্রতিটি ভোটকেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়