Cvoice24.com

সরকার সব ধর্মের উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে: বাঁশখালীতে ধর্ম প্রতিমন্ত্রী 

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ৩১ জানুয়ারি ২০২৩
সরকার সব ধর্মের উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে: বাঁশখালীতে ধর্ম প্রতিমন্ত্রী 

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন,  ‘এ দেশে যাঁরা বসবাস করেন, সবাই এ দেশের নাগরিক। সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ  করেছেন। সবার রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। সরকার সব ধর্মের উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য অব্যাহত রাখতে হবে।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ৫ম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সব ধর্মের অনুসারীদের মধ্যে কিছু অপশক্তি আছে, যারা সুযোগ খোঁজে আমাদের সম্প্রীতি বিনষ্ট করার। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেইসবুকে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। গ্রামাঞ্চলেও সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘সব জায়গায় কিছু দুষ্ট লোক আমাদের প্রতিষ্ঠিত সম্প্রীতিকে নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দ্রুত গতিতে এগিয়ে চলছে। কোনও অশুভ শক্তি যেন ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে ধর্মীয় ও সামাজিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, পৌর মেয়র এস.এম. তোফাইল বিন হোসাইন,  উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,  আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়