বাঁশখালীতে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাথারিয়ার হালিয়া পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ডাকাতের নাম মো. আবুল কাশেম। তিনি ওই এলাকার গুনের বাপের বাড়ির এলাকার নুরুল আলমের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেড়িবাঁধ এলাকার দোকানের পেছনে থেকে একটি দেশিয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজসহ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে অস্ত্র আইনে মামলা হয়েছে।