Cvoice24.com

নিজের বাড়িতে ব্যবসায়ী খুন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১ সেপ্টেম্বর ২০২৩
নিজের বাড়িতে ব্যবসায়ী খুন

চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ব্যবসায়ী নিজ বাড়িতে খুন হয়েছেন। তবে কারা কেন খুন করেছে তা এখনো জানা যায়নি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টা দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন সিভয়েসকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে এসব বিষয় তদন্ত চলছে।
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়