১ মণ বন্য শুকরের মাংসসহ যুবক গ্রেপ্তার বাঁশখালীতে
বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে এক মণ বন্য শুকরের মাংসসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে বাঁশখালী প্রধান সড়কের কালীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক হলেন— প্রান্ত বৈদ্য (২৫)। তিনি রাউজান উপজেলার উত্তর গোজরা গ্রামের অমিরণ বৈদ্যের ছেলে।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ বন্যপ্রাণী শিকার করে মাংস বিক্রয় করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রান্ত বৈদ্য নামে একজনকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী শিকার করে মাংস বিক্রির পেশায় জড়িত ছিল। তার বিরুদ্ধে বন্য প্রাণী হত্যার আইনে মামলা করা হবে বলেও তিনি জানান।