Cvoice24.com

১৫ টাকায় শহর থেকে বোয়ালখালী 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ২ মার্চ ২০২১
১৫ টাকায় শহর থেকে বোয়ালখালী 

দীর্ঘ এক যুগ পর আবারো বোয়ালখালীতে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস সেবা।

দীর্ঘ এক যুগ পর আবারো বোয়ালখালীতে চালু হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। এখন থেকে বিআরটিসির বাসে চড়ে মাত্র ১৫ টাকায় শহর থেকে বোয়ালখালী যাওয়া হবে। মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে ফিতা কেটে বাস সার্ভিস চালু করেন স্থানীয় সাংসদ মোসলেম উদ্দীন আহমদ।

জানা গেছে, বিআরটিসির বাস সার্ভিস বহদ্দারহাট থেকে বোয়ালখালীর উপজেলা অফিস সম্মুখ কানুনগোপাড়া হয়ে আহল্লা দাশের দিঘী পর্যন্ত যাতায়াত করবে। প্রাথমিকভাবে এ সড়কে নামানো হবে বিআরটিসির ৪টি বাস। বাসগুলো বহদ্দারহাট হতে আপাতত উপজেলার সামনে হয়ে অলি বেকারী পর্যন্ত যাবে। পরে সড়কের কাজ সম্পূর্ণ শেষ হলে কানুনগোপাড়া হয়ে দাশেরদিঘী পর্যন্ত যাতায়াত করবে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন সিভয়েসকে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। যাত্রীদের জন্য মাত্র ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। দীর্ঘ এক যুগ পর বোয়ালখালীতে বাস সার্ভিস চালু হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে।’

তিনি আরও বলেন, ‌‘বাসগুলো বহদ্দারহাট হতে আপাতত উপজেলার সামনে হয়ে অলি বেকারী পর্যন্ত যাবে। পরে সড়কের কাজ সম্পূর্ণ শেষ হলে কানুনগোপাড়া হয়ে দাশেরদিঘী পর্যন্ত যাতায়াত করবে।’ 

চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার মো. আব্দুল লতিফ বলেন, ‘সড়কে ৪টি বাস নামানোর কথা থাকলেও একটি গাড়ির কাজ সম্পূর্ণ শেষ না হওয়াতে আপাতত ৩টি বাস দিয়ে কার্যক্রম চালানো হবে। পরে আরেকটি বাস যুক্ত করা হবে। তবে যাত্রীদের যাতায়াতের ‍উপর নির্ভর করে পরে পর্যায়ক্রমে আরও বাস বাড়ানো হতে পারে।’

-সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়