Cvoice24.com

বোয়ালখালীর পাহাড়ে লুকিয়েছিল ৩১ রোহিঙ্গা, পুলিশের হাতে ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ২৭ জুন ২০২১
বোয়ালখালীর পাহাড়ে লুকিয়েছিল ৩১ রোহিঙ্গা, পুলিশের হাতে ধরা

চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডাঙ্গায় বাগানে কাজ করতে আসা ৩১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। 

রবিবার (২৭ জুন) দুপুরে তাদের কড়লডাঙ্গার পাহাড় থেকে আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি আবদুল করিম।

আটক ৩১ রোহিঙ্গা হলো— শফি আলম (২৪), মুজিবুল্লাহ (২২), মো. রফিক (২০), মো. আইয়াজ (২২), শামীম (২০), এরশাদুল্লাহ (২০), নুর ইসলাম (২৮), কলিমুল্লাহ (২৩), মো. জোবায়ের (২২), রিয়াজুল হক (২৫), হামিদুল্লাহ (২০), নুরুল কবির (২০), সৈয়দুল আমিন (২০), মো. সাকের (২৫), মো. ইসমাইল (২৫), মো. কায়সার (২২), সামসুদ্দোহা (২০), শফি আলম (২২), কবির আহাম্মদ (২৬), জুবায়ের হোসেন (১৯), মকবুল নবী (২২), শফি আলম (২৫), মো. ইদ্রিছ (২২), সৈয়দ করিম (২০), আবুল কালাম (২৫), রিয়াজুল্লাহ (২০), আব্দুর রহমান (২০), মো. আনোয়ার (২৫), নুর কবির (৩৫), আব্দুল্লাহ (২৭) ও নুর হামিদ (২২)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কড়লডাঙ্গা পাহাড়ে লেবু বাগানে কাজ করার জন্য শত শত রোহিঙ্গা অবস্থান করছে। এমন খবরে অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়