Cvoice24.com

বোয়ালখালীতে ভেসে উঠল মৃত ডলফিন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ১৫ জুলাই ২০২১
বোয়ালখালীতে ভেসে উঠল মৃত ডলফিন

বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার কর্ণফুলী নদীর শাখা খাল ছন্দারিয়ায় ভেসে উঠেছে একটি মৃত ডলফিন। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বালুবাহী ড্রেজারের সাথে ধাক্কা লেগে ডলফিনটি মারা গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ২টার দিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত ডলফিনটি উদ্ধার করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে ডলফিনটি মৃত অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডলফিনটি মারা গেছে বলে ধারণা করছি। ডলফিনটি মাটি চাপা দেয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ২৮টি ডলফিন মারা গেছে। ২০২১ সালের মধ্যে বিগত আট মাসে আজ ৩০তম ডলফিনের মৃত্যু হয়। কর্ণফুলী, সাঙ্গু ও হালদা নদীতে ১২৫টি ডলফিন রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়