Cvoice24.com

বোয়ালখালীতে সংঘর্ষ : স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ৫ জানুয়ারি ২০২২
বোয়ালখালীতে সংঘর্ষ : স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২

বোয়ালখালীতে আহত চেয়ারম্যান প্রার্থী।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে মহরম আলী (৩৫) নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আজ বুধবার সকাল নয়টার দিকে হযরত বু-আলী শাহ কালান্দার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী শিকদার পাড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আহত মহরম বোয়ালখালী থানার কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা সওদাগর বাড়ির মৃত নুরুল হকের ছেলে। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।

আহতের ভাই জসিম উদ্দিন সিভয়েসকে বলেন, ‘কড়লডেঙ্গা ইউপি নির্বাচনে টেলিফোন মার্কার স্বতন্ত্র প্রার্থী মহরম আলী সকালে কেন্দ্রে গেলে হঠাৎ অতর্কিতভাবে লাঠিসোটা দিয়ে আঘাত করে। পরে সেখান থেকে আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসি।’

চট্টগ্রাম জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার সিভয়েসকে বলেন, ‘সকালে আহতাবস্থায় বোয়ালখালী থেকে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চমেকে নিয়ে এলে তাকে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।’ 

এদিকে সকাল সাড়ে নয়টার সময় করলডেঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুল কেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসময় দায়িত্বপালনকালে বেসরকারী টেলিভিশনের দুজন সাংবাদিক আহত হন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ-বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ। এসময় ২ জনকে আটক করে বিজিবি সদস্যরা। 

প্রসঙ্গত, পঞ্চম ধাপে বুধধার (৫ জানুয়ারি) চট্টগ্রামের ২৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আনোয়ারা, বোয়ালখালী, চন্দনাইশের ২৪টি ইউপির এই নির্বাচনে শীতের তীব্রতাকে উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়েছে। ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। 

এই নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯১ ও সাধারণ ওয়ার্ডে ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯২টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

চন্দনাইশের ৭ ইউনিয়নের নির্বাচনে ২৫ জন চেয়ারম্যান, ৫৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২২৮ জন সাধারণ সদস্য প্রার্থীসহ ৩০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৩টি ভোট কেন্দ্রে ৯৭ হাজার ৮১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

এছাড়া বোয়ালখালীতে সাত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। ৬৫টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

-সিভয়েস/আইএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়