Cvoice24.com

ক্লাসে হাসাহাসি করায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক!

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ২২ মে ২০২২
ক্লাসে হাসাহাসি করায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক!

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফ হোসাইনের বিরুদ্ধে ওই বিদ্যালয়েরই এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আঘাতের কারণে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

রোববার (২২ মে) সকালে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা বোয়ালখালী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত শিক্ষার্থীর নাম সাইদুল হক (১৫)। সে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) ছাত্র।

জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে পেছনের বেঞ্চে বসে সাইদুল হক উচ্চস্বরে হাসাহাসি করে। তখন শিক্ষক সাইফ হোসাইন ওই ছাত্রকে ডেকে পাঠালে আহত ছাত্র শিক্ষকের সঙ্গে ঔদ্যত্তপূর্ণ আচরণ করেন। এতে রাগান্বিত হয়ে ছাত্রকে পিটিয়ে আহত করেন শিক্ষক সাইফ হোসাইন।

নাম প্রকাশে অনিচ্ছুক আহত শিক্ষার্থীর এক সহপাঠী বলেন, ‘ক্লাসটাইমে অনেক জোরে হাসাহাসি করছিল সাইদুল। তখন স্যার (সাইফ হোসাইন) তাকে ডাকে। এ সময় সে স্যারকে ‘আমি হাসাহাসি করলে আপনার কি সমস্যা’ এই কথা বললে সাইফ হোসাইন রেগে যায়। তখন বেত দিয়ে স্যার তাকে মারে। পরে সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হয়।’

শিক্ষকের সঙ্গে ঔদ্যত্তপূর্ণ আচরণের ঘটনা স্বীকার করে আহত শিক্ষার্থী সাইদুল হক সিভয়েসকে বলেন, ‘হে আমি এই কথাটি বলেছিলাম। পরে ক্লাসের সময় শিক্ষক সাইফ হোসাইন আমাকে বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন।‘

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘আমরা এখনো মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একই বিষয়ে জানতে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিমের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

-সিভয়েস/এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়