Cvoice24.com

বোয়ালখালীতে জায়গা দখলে বাধা দেয়ায় প্রতিবেশিকে গুলি ছুঁড়ে ধাওয়া যুবলীগ নেতার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২৯ অক্টোবর ২০২২
বোয়ালখালীতে জায়গা দখলে বাধা দেয়ায় প্রতিবেশিকে গুলি ছুঁড়ে ধাওয়া যুবলীগ নেতার

প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে বাউন্ডারি দেয়াল নির্মাণে বাধা দেয়ায় গুলি ছুড়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। ওই যুবলীগ নেতার ধাওয়া খেয়ে ভুক্তভোগী প্রতিবেশি ছুটে যান থানায়।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবছার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি পেয়ার মোহাম্মদ (৪০) পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি আবছার মাস্টার বাড়ির মৃত মো. ইউনুছের ছেলে।

জানা যায়, পেয়ার মোহাম্মদ বাউন্ডারি দেয়ালের নির্মাণের কাজ শুরু করলে ভুক্তভোগী প্রতিবেশী এস এম ইকরাম হোসেন তাকে বাধা দেয়। পরে যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়লে আতঙ্কিত অবস্থায় বোয়ালখালী থানায় আশ্রয় নেয় ইকরাম হোসেন । 

প্রতিবেশী এস এম ইকরাম হোসেন বলেন, 'আমার জায়গায় পেয়ার মোহাম্মদ অবৈধ ভাবে বাউন্ডারি দেয়ালের কাজ করছিল। পরে আমি কাজে বাধা দিলে ঘরে গিয়ে পিস্তল এনে আমাকে হত্যার উদ্দেশ্যে দুটি গুলি ছোড়েন।' 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি মো.আব্দুর রজ্জাক সিভয়েসকে বলেন,  ইকরাম হোসেনের সাথে ঘটনাস্থলে গেলে সেখান থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়। পেয়ার মোহাম্মদ এখন পলাতক। 

তিনি আরও বলেন, ভুক্তভোগী থেকে এখনো কোন সাধারণ ডায়েরি করা হয় নি। অভিযোগ পেলেই তদন্ত শুরু হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়