Cvoice24.com

বোয়ালখালীতে বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ২ মার্চ ২০২৩
বোয়ালখালীতে বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু 

প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে লাগা আগুনে পুড়ে প্রতিভা মহাজন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগো পাড়ার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

প্রতিভা মহাজন ওই এলাকার স্বপন মহাজনের স্ত্রী।

জানা গেছে, রাত দেড়টার দিকে ওই এলাকার স্বপন মহাজনের গোয়াল ঘরে আগুন লাগলে স্ত্রী প্রতিভা মহাজনকে নিয়ে গোয়ালঘরে থাকা ৩টি গরু বের করে আনেন স্বপন। পরে বসতঘরের জিনিসপত্র বের করতে ঘরে ঢুকলেও আর বের হতে পারেননি প্রতিভা মহাজন। দগ্ধ হয়েই মারা যান তিনি। 

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইদুর রহমান জানান, আগুনে দু’টি সেমিপাকা এবং একটি টিনের ঘর পুড়ে যায়। পরে পুড়ে যাওয়া টিনের ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, আগুন লাগার পর বৃদ্ধা প্রথমে একবার বের হয়েছিলেন। কোনো কারণে তিনি আবার ঘরে প্রবেশ করেছিলেন। এরপর সেখানে আটকা পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়