Cvoice24.com

দমকা বাতাসে বিদ্যুতের তারে জড়িয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ১৪ জুন ২০২৩
দমকা বাতাসে বিদ্যুতের তারে জড়িয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ সূত্রধর (৪৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করলডেঙ্গা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ সূত্রধর উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অনিল সূত্রধরের ছেলে।

নিহতের ভাই সুকুমার সূত্রধর জানান, একতলা ভবনের সিঁড়িঘরের ছাউনির জন্য ঢেউটিন লাগানোর সময় দমকা বাতাসের তোড়ে পলাশ বৈদ্যুতিক তারের উপর পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু জানান, পলাশ নামে এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়